April 27, 2024, 7:22 am

ভৈরবে   ট্রেন দূর্ঘটনার  ১৪ ঘন্টা পর  উদ্ধার  অভিযান শেষ।ট্রেন চলাচল স্বাভাবিক 

 ২৪ অক্টোবর, মোঃ ছাবির উদ্দিন রাজু  ভৈরব ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি ঃ

 ভৈরবে মালবাহী  ট্রেনের সাথে  ঢাকাগামী  এগারসিন্ধু  মহানগর ট্রেনের সংঘর্ষের ঘটনায়  ১৪ ঘন্টা পর উদ্ধার  অভিযান  শেষে  ঢাকা- চট্টগ্রাম- সিলেটে – ময়মনসিংহের  সাথে আজ মঙ্গলবার  সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক  হয়েছে  বিষয়টি  নিশ্চিত  করেছেন  ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আলীম সিকদার।  উল্লেখ্য  সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে  কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী  এগার সিন্ধু  ট্রেনটি ভৈরব ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য  ছেড়ে ষ্টেশনের আউটার সিগন্যাল  অতিক্রম  করে রেললাইন  ক্রসিংয়ের সময়  ঢাকা থেকে ছেড়ে আসা  মালবাহী  কন্টেইনার  ট্রেনটি ভৈরব ষ্টেশনে ঢোকার সময় এগার সিন্ধু  ট্রেনটির পিছনের বগিতে ধাক্কা দেয়। এতে এগারসিন্ধু  ট্রেনটির  পিছনের ৩ টি বগি বিকট শব্দে দুমড়ে মুচড়ে  উল্টে যায়। খবর পেয়ে  ভৈরব  ফায়ার সার্ভিস, র্যাব,পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবী ও স্থানীয়  লোকজন দূর্ঘটনাজনিত ট্রেনের ভিতর থেকে  একে একে মরদেহ বের করে আনেএবং আহতদের উদ্ধার করে  ভৈরব  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন  হাসপতাল ও ক্লিনিকে নিয়ে যায় । দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়  সাংসদ ও বিসিবি  সভাপতি  আলহাজ্ব  নাজমুল হাসান  পাপন,কিশোরগঞ্জ  জেলা  প্রশাসক মোহাম্মদ আবুল  কালাম আজাদ,পুলিশ  সুপার রাসেল  শেখ,রেলওয়ে  পুলিশের  ডিআইজি সহ প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল  পরিদর্শন  করেছেন। এ সময়  জেলা প্রশাসক নিহতদের কাফন- দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা  দেন। এ সময়  স্থানীয়  সাংসদ আহতদের চিকিৎসার  জন্য স্থানীয়  প্রশাসনকে নির্দেশ দেন।  এ ঘটনায়  রেলওয়ে  মন্ত্রণালয়, রেল ভবন ও আঞ্চলিক রেলওয়ে  অফিসের পক্ষ থেকে  ৩ টি আলাদা  তদন্ত কমিটি  গঠন করা হয়েছে । কমিটি  আগামী  ৫ কার্য দিবসের মধ্যে  প্রতিবেদন দাখিল  করবে বলে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত  করেছেন ।  ঘটনার পর পর ট্রেনের   চালক ও সহকারি চালকসহ ৩ জনকে সাময়িক  বরখাস্ত করেছে  রেলওয়ে  উধ্বতন কর্তৃপক্ষ।   এ বিষযে  কিশোরগঞ্জ জেলা  প্রশাসক মোহাম্মদ  আবুল কালাম আজাদ  জানান, নিহতদের মধ্যে  ১৫ জনের পরিচয়  পাওয়া গেছে । মরদেহ ও অনুদানের টাকা পরিবারের কাছে  হস্তান্তর করা হয়েছে ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category