April 27, 2024, 12:03 pm

ভৈরবে এনপিএস এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নূর মোহাম্মদ বিশেষ প্রতিনিধি

ভৈরবে আজ ২ সেপ্টেম্বর শনিবার বাদ আসর ন্যাশনাল প্রেস সোসাইটি ( এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ভৈরব দূর্জয় মোড় কার্যালয়ে ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এনপিএস ভৈরব উপজেলা শাখার সাবেক প্রেসিডেন্ট ও তাতী লীগের ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএমইউজে ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও এনপিএস সেন্ট্রাল কমিটির যুগ্ন মহাসচিব সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  এনপিএস বিভাগীয় উপ কমিটির সাবেক প্রেসিডেন্ট মোঃ ফয়সাল আলম,ভৈরব উপজেলা সৈনিকলীগের সভাপতি, সাবেক এনপিএস ভৈরব উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, জাতীয় পার্টি ভৈরব উপজেলা শাখার সহসভাপতি খন্দকার মোঃ রফিকুল আমিন,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনপিএস বিভাগীয় উপ- কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম,এনপিএস কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আঃ মতিন মিয়া,মানবাধিকার কর্মী ও পাদুকা শ্রমিক ইউনিয়নের ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তারেক মিয়া,এনপিএস রায়পুরা উপজেলা শাখার সহসভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ, মানবাধিকার কর্মী মোঃ আক্তার মাষ্টার সহ আরো অনেকে।


প্রধান অতিথি  ছাবির উদ্দিন রাজু  বলেন মানুষ হিসেবে একজন ব্যক্তি যে সম্মান, অধিকার, শ্রদ্ধা ও নিরাপত্তা প্রাপ্ত হবার অধিকার রাখে, তাদেরকেই Human rights বা মানবাধিকার বলা হয়।কোন অন্যায় প্রতিকার বিহীন নয়।আসুন আমরা মানবতার কল্যাণে দল মত নির্বিশেষে কাজ করি।
সব শেষে দেশ জাতির সার্বিক কল্যাণ কামনা করে, তাবারক বিতরণের মাধ্যমে, সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category