April 27, 2024, 7:11 am

দুর্নীতির তথ্য প্রকাশ করায়  সাংবাদিক মিজানুর রহমান মিলন এর উপর সন্ত্রাসীদের হামলা।

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ 
ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক মিজানুর রহমান মিলন এর উপর সন্ত্রাসী হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত গ্রেপ্তারের দাবি।

১৮ আগস্ট ২৩ ইং ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার গাইবান্ধার সমন্বয়কারী এবং “NPS NEWS”এর গাইবান্ধা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিলন  স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণের দুর্নীতির তথ্য প্রকাশ করায় তার উপর হামলা করা হয়।

এলাকার লোকদের বেকার ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত দুর্নীতির সংবাদ প্রকাশ করাতে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে ও নির্দেশে সন্ত্রাসীগণ বাড়িতে এসে তার উপর সন্ত্রাসী হামলা চালায়।
তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।  তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।  সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এই বিষয়ে এনপিএস কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে নিন্দাসহ অপরাধীদের কে অতি দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার কামনা করছেন।
ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে  অতি দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি জানান।
সভাপতি সাংবাদিক মোঃ ফয়সল মিয়া সাধারণ সম্পাদক  সাংবাদিক শাহেনা আক্তার।
ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হবিগঞ্জ জেলা শাখা সহ এনপিএসের বিভিন্ন জেলা,উপজেলা শাখা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category