April 27, 2024, 7:32 am

ভৈরব- কুলিয়ারচরে পাটের বাম্পার ফলন

নূর মোহাম্মদ বিশেষ সংবাদদাতা:

পাটের ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে ভৈরব – কুলিয়ারচরের কৃষকদের মুখে। চাষের প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় কৃষক হতাশ হলেও পরে আবহাওয়া অনুকূলে আসে। মাঠের পর মাঠ এখন সবুজের সমাহার। কৃষক এখন পাট পরিচর্যার কাজে ব্যস্ত। 

ভৈরব – কুলিয়ারচরের আবহাওয়া ও মাটি পাট চাষের উপযোগী। দেশের মোট পাট চাষের বড় অংশই হয় এই উপজেলায়। এবছর তোষা, জি আরও মেস্তা, বঙ্কিম ও মহারাষ্ট্র জাতের পাট চাষ করে ভালো ফলন পেয়েছে কৃষকেরা। এসব জাতের পাট ১৬ থেকে ১৮ হাত লম্বা হয়।

এবারে বীজ, সার, কীটনাশকসহ ডিজেল ও অন্যান্য কৃষি উপাদান বেশি দাম দিয়ে কিনে জমিতে পাট আবাদ করতে হয়েছে কৃষকদের। প্রতি বিঘা জমিতে ব্যয় হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। তাই ভালো দাম যেন পাওয়া যায় সে আশায় আছেন পাট চাষীরা। 

চাষের প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় কৃষকরা কিছুটা সমস্যায় থাকলেও, সেই সংকট কেটে গেছে। চাষীরা ভাল দাম পাবে বলেও আশাবাদী সংশ্লিষ্টরা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category