April 27, 2024, 12:54 pm

কিশোরগঞ্জের বাজিতপুর কলেজিয়েট স্কুলের অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

১১ আগষ্ট,মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল ও প্রধান শিক্ষককে জড়িয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে স্কুলের পরিচালনা পর্ষদ,শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা তীব্র নিন্দা, বিক্ষোভ ও মানববন্ধন করেছে । বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে বৃহস্পতিবার বিকালে স্কুলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহকারি প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আব্দুস সালাম ও আইটিসি শিক্ষক রাহাত আরা ইসলাম বলেন, বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে । পূর্বে এর নাম ছিলো টাউন স্কুল পরে নামকরণ হয়েছে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল । স্কুলটিতে অত্যান্ত সুনামের সাথে শিক্ষার্থীদেও পাঠ দান করা হচ্ছে । বর্তমানে স্কুলটিতে ১ হাজার ২শ ৯৮ জন শিক্ষার্থী রয়েছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ আফজাল ২০১৪ সালে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে তিনি একাধারে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার ৫ বার পুরস্কারে ভূষিত হয়েছেন । এছাড়া পাসের হার ৯২-৪৯% । বিদ্যালয়ের সাফল্য দেখে ইকটি কু-চক্রী মহল প্রতিষ্ঠানের এবং প্রধান শিক্ষকের সুনাম ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য,বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করছে । তাই উক্ত লেখা ও চক্রান্তকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category