April 27, 2024, 9:48 am

ভৈরবে বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ এর নির্বাচন সম্পূর্ণ

মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধি:

ভৈরবে ৪ দশকের ঐতিহ্যে, সংস্কৃতির ধারক ও বাহক, সংগঠনের আতুর ঘর খ্যাত ছাত্র সংগঠন- “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব”-এর ৩য় প্রত্যক্ষ “২০২২-২৩ পরিষদ নির্বাচন ” ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সফলভাবে পরিচালিত হয়।

ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর আসন্ন ২০২২-২০২৩ কার্যকরী পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী দুজন হল নাসার মাহমুদ জাহিন ১ নং ব্যালেট (আওয়ামীলীগ), প্রতিদ্বন্দ্বী নাদিম জামান ২ নং ব্যালেট (বিএনপি)। সভাপতি পদ ছাড়া সবগুলি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এই উপলক্ষে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে আলোচনা সভা ও নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ভৈরব উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক,সংসদের সদস্য সহ ছাত্রছাত্রীদের অভিভাবক, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আহ্বান জানান।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category