April 27, 2024, 9:26 am

ভৈরবে পোনা মাছ অবমুক্তে অনিয়ম

১৭ আগষ্ট,মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ভৈরবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। তবে পোনা মাছ অবমুক্ত করণে ওজনে কারচুপি ও মরা পোনা মাছ পানিতে ভেসে উঠায় অনেকে কুড়িয়ে তা বাড়িতে নিয়ে যায় । মৎস অধিদপ্তরের অর্থায়নে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে ও মেঘনা নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির ৪শ ৮৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারি মৎস কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তরের অর্থায়নে মাছের প্রজনন বৃদ্ধি এবং প্রোটিন ও আমিষের চাহিদা পূরণের জন্য সরকার খাল- বিল পুকুর জলাশয়, নালা ডোবায় মাছের পোনা অবমুক্ত করণ করছে এরই অংশ হিসেবে ভৈরবে ৪ শ ৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে । ৩৩০ টাকা কেজি দরে ১০ থেকে ১৫ সেঃ মি লম্বা মাছ ছাড়ার কথা থাকলেও তারা বেশির ভাগ মাছ ছাড়েন ৫ থেকে ৮ সেন্টি মিটার সাইজের পোনা।তবে এ বিষয়ে ঠিকাদার আল- আমিন গনমাধ্যম কর্মীদের সাথে অশোভন আচরন করে নিউজ না করার হুমকি দেয়। তাছাড়া তার দাবি কিছু পোনামাছ মরবেই। তাছাড়া ডিজিটাল স্কেল ( পাল্লার) চার্জ না থাকায় ২ ড্রাম পোনা ওজন করা না গেলেও। তারা ৪ শ ৮৫ কেজি পোনা মাছ মেপেই নিয়ে এসেছেন । ওজন ঠিক আছে কম ছাড়া হয়নি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category